মধ্য বিরতিতে কম্বোডিয়ার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৬ পিএম

গোলদাতা রাকিব হোসেন। ছবি: সংগৃহীত

গোলদাতা রাকিব হোসেন। ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের ২৪ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় জামাল ভূইয়ার দল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণে ছিল। এই গোলের আগে আরেকটি সুযোগ এসেছিল। সেই আক্রমণটি অবশ্য কম্বোডিয়ার গোলরক্ষক দারুণ সেভ করেছে। স্বাগতিক দলটিও মাঝে মধ্যে আক্রমণ রচনা করেছে। তবে সেই আক্রমণগুলো খুব বেশি ভীতির সঞ্চয় করতে পারেনি বাংলাদেশের রক্ষণে। 

ম্যাচের ২৪ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে মতিন মিয়া ডান প্রান্তে রাকিব হোসেনের দিকে বল বাড়ান। রাকিব হোসেন বলের নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে আড়াআড়ি শট করেন। কম্বোডিয়ার গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়েও গোল আটকাতে পারেননি। রাকিবের গোলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগআউট উল্লাসে মাতে। কম্বোডিয়ার নমপেনে অবস্থিত বাংলাদেশিরাও গ্যালারিতে উল্লাস করেন।

এই গোলে রাকিব দুর্দান্ত ফিনিশিং করেছেন তেমনি মতিন দারুণ ডেলিভারি দিয়েছেন। বেশ কয়েকগত দৌড়ে ডিফেন্স চেরা পাস দিয়েছেন তিনি। এই পাস থেকে গোলের সুযোগ তৈরি হয়। যা ভুল করেননি রাকিব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh