‘শত্রু’ নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলে অবসরে ফেদেরার!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৩ পিএম

নাদাল-ফেদেরার একই ফ্রেমে

নাদাল-ফেদেরার একই ফ্রেমে

অবসরের ঘোষণা দিয়েছেন, এবারের লেভার কাপই হবে তার শেষ টুর্নামেন্ট। এরপর ইতি টানবেন ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। নিজের সেই আগাম ঘোষণাটা কাল আবার একটু সংশোধন করে দিলেন রজার ফেদেরার। এবা্র ঘোষণা দিলেন, লেভার কাপে দ্বৈত ম্যাচটিই হবে তার শেষ। আর ক্যারিয়ারের সেই শেষ ম্যাচটি খেলবেন রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে। সেই নাদাল, ক্যারিয়ারে যিনি ছিলেন তার সবচেয়ে বড় শত্রু বা প্রতিপক্ষ।

পেশাদার টেনিসের শীর্ষ পর্যায়ে ফেদেরারের আর্ভিভাব ১৯৯৮ সালে। রাফায়েল নাদাল পা রেখেছেন তারও অনেক পরে। দুজনে একে অন্যের মুখোমুখি হন ২০০৪ সালে। মানে অভিষেকের ৬ বছর পর নাদালের মুখোমুখি হন ফেদেরার। সেই নাদাল গ্র্যান্ড স্লাম জয়ের সংখ্যায় ফেদেরারকে ছাড়িয়ে গেছেন। ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ড ভাঙা নাদালের নামের পাশে এখন ২২ গ্র্যান্ড স্লাম।

মুখোমুখি সাক্ষাতেও এগিয়ে নাদাল। কোর্টে দুজনের লড়াইটা ছিল টেনিসপ্রেমীদের জন্য বাড়তি উন্মাদনার। ক্যারিয়ারজুড়ে যার বিপক্ষে খেলেছেন, ক্যারিয়ার শেষ করবেন সেই নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলে। বিষয়টি ভেবে সুইস কিংবদন্তি ফেদেরার রোমাঞ্চিত। সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে এক পোস্টে ফেদেরার লিখেছেন, ‘আগামীকালই রাতে আমার শেষ ম্যাচ। রাফা নাদালের সঙ্গে দ্বৈত ম্যাচ।’

কিংবদন্তি ফেদেরারের বিদাীয় ম্যাচে তিনি জুটি বেঁধে খেলবেন, বিষয়টি ভেবে নাদালও রোমাঞ্চিত। ফেদেরারের টুইটটি রিটুইট করে তিনি লিখেছেন, ‘এটা (ফেদেরারের শেষ ম্যাচে অংশ হতে পারাটা) আমার জন্য সম্মানের ও আনন্দের। সত্যিই এটা দারুণ ব্যাপার হবে।’

 

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh