মুন্সিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪ পিএম

গুরুতর আহত যুবদল কর্মী শাওনকে (২৬) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ফাইল।

গুরুতর আহত যুবদল কর্মী শাওনকে (২৬) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ফাইল।

মুন্সিগঞ্জে মুক্তারপুরে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত যুবদল কর্মী শাওন (২৬) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার রাত (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল বুধবার মুন্সিগঞ্জ থেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন শাওন। তার মাথায় আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শাওনের ভাই সোহাগ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মুরমা গ্রামে। বাবার নাম সোরহাব আলী। পেশায় সে মিশুক চালক ছিলেন এবং মীরকাদিম পৌরসভার যুবদলের কর্মী ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে শাওন ছিল বড়। স্ত্রী সাদিয়া আক্তার ও এক বছরের ছেলে আবরারকে নিয়ে মুন্সিগঞ্জে থাকতেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হন। তাদের একজন যুবদল কর্মী শাওন।

সংঘর্ষে আহত জাহাঙ্গীর হোসেন (৪০) ও তারেক (২০) নামে আরো দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh