লালমোহনে প্রায় ৬ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:২২ পিএম

জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: ভোলা প্রতিনিধি।

জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: ভোলা প্রতিনিধি।

ভোলার লালমোহনে কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১৬ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি ভোলা কর্তৃক লালমোহন উপজেলার মহাজনপট্টি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা পল্লব কুমার হাজরার উপস্থিতিতে তিনটি দোকানে তল্লাশি চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার মিটার বিভিন্ন প্রকারের অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা।

তবে জব্দকৃত জালের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে এসব অবৈধ জাল মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh