কম্বোডিয়ায় নৌকাডুবিতে ২৩ চীনা নাগরিক নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কম্বোডিয়ার উপকূলে একটি নৌকাডুবিতে ২০ চীনা নাগরিক নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

প্রিয়াহ সিহানুক প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম এএফপিকে বলেন, বৃহস্পতিবার সিহানুকভিলে ৪১ জন চীনা নাগরিককে বহনকারী নৌকাটিতে ফাটল দেখা দেয়। পরে সেখান থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ ২৩ জনের সন্ধান করা হচ্ছে।

তিনি বলেন, উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাদেশিক পুলিশ প্রধান চুওন নারিন বলেন, উদ্ধারকৃতদের মধ্যে থেকে একজন জানিয়েছেন তারা গত ১১ সেপ্টেম্বর স্পিডবোটে করে গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে চীন ত্যাগ করেন।

এক সপ্তাহ পর আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সাথে একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয় তাদের। এরপরেই গত বৃহস্পতিবার ভাঙ্গন দেখা দিলে নৌকাটি ডুবতে শুরু করে।

এ সময় একটি মাছ ধরার নৌকা দুই কম্বোডিয়ানকে উদ্ধার করলেও নৌকায় থাকা বাকিদের সমুদ্রে ফেলে চলে যায়।

খেয়াং ফেরোম জানান, দুই কম্বোডিয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা জানান, এই মাসের শুরুতে শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে ১৪০ জনেরও বেশি বিদেশিকে আটক করা হয়। এরমধ্যে ১৩০ জনই ছিলেন চীনা নাগরিক।

কর্মকর্তারা বলেন, আটকরা অবৈধ বন্দি ও নির্যাতন, অবৈধ জুয়া, পতিতাবৃত্তি ও মানব পাচারের সঙ্গে জড়িত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh