‘বিএনপি দেশে আন্দোলনের নামে মাঠ ঘোলা করার চেষ্টা করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২০ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি

বিএনপি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর আলমনগরে অবাঙালি বিহারিদের সংগঠন এসপিজিসির প্রতিষ্ঠাতা নাসিম খানের নামে মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নানক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি অতীতের মতো পানি ঘোলা করার চেষ্টা করছে। আন্দোলনের নামে রাজপথে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগের সহনশীল আচরণ করছে। আর এটিকে কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।

আওয়ামী লীগের শরীক দল হিসেবে জাতীয় পার্টি ছিল না উল্লেখ করে নানক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ তাদের স্বাগত জানাবে।

এসময় আসন্ন রংপুরসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh