জাবি নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ পদক জয়

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নারী ক্রিকেট দল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নারী ক্রিকেট দল

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ক্রিকেট পর্বের নারী ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নারী ক্রিকেট দল৷ 

টি-১০ ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্টের গ্রুপপর্বের ৩ ম্যাচে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জাবি নারী ক্রিকেট দল৷ গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (এআইইউবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি।

গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উক্ত ম্যাচে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বাইরের খেলোয়াড় নামানোর অভিযোগে তাদেরকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। ফলে নিয়ম অনুযায়ী জাবি ক্রিকেট দল তৃতীয় স্থান ও ব্রোঞ্জ পদক অর্জন করে।

জাবি নারী ক্রিকেট দলের এমন অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলটির অধিনায়ক লাবনী সিনহা বলেন, ‘আমাদের টিমের যাত্রা শুরু হয় ২০১৮ সালে।এর এক বছরের মধ্যেই অর্থ্যাৎ ২০১৯ সালে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। ২০২০ সাল থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের প্রকোপে আমাদের অনুশীলন কার্যক্রম বন্ধ হয়ে যায়।’ 

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের কারণে প্রায় ২ বছর গ্যাপ হওয়ার পর দলের প্রধান কোচ দেবব্রত পালের নেতৃত্বে সিনিয়র এবং জুনিয়রদের সমন্বয়ে একটি সম্পূর্ণ নতুন দল গড়া হয়৷ এ নতুন দল নিয়েই আমরা সর্বশেষ বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস টুর্নামেন্ট তৃতীয় আসরের নারী ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করি৷’

উল্লেখ্য, পোলােরের সহযোগিতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে গত ৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের উদ্বোধন করা হয়। সারা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী-পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয় এ আসরে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh