পাবনায় টুকুর সংবর্ধনা অনুষ্ঠানে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০২ পিএম

দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় ৫/৭জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পাবনা শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগের ব্যানারে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পাবনা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু সঞ্চলনায় নেতারা বক্তব্য রাখছিলেন। দুপুর ২টার দিকে নবনিযুক্ত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বক্তব্য শুরুর ঠিক কয়েক মিনিট আগে অনুষ্ঠানের প্যান্ডেলের পেছনের দিকে দাঁড়ানো নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজন নেতার হস্তক্ষেপে কিছুটা শান্ত হয়। এর কয়েক মিনিট পর দুই গ্রুপের মধ্যেই আবারও শুরু হয় সংঘর্ষ।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ বলেন, অনুষ্ঠানে কোন ঝামেলার ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়েছে।

তবে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শ্লোগান নিয়ে দুই গ্রুপের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। তখনি ঠিক হয়েছিলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh