পুত্রবধূ হত্যায় পাকিস্তানে সাংবাদিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম

আয়াজ আমির। ছবি- সংগৃহীত

আয়াজ আমির। ছবি- সংগৃহীত

কানাডিয়ান নাগরিক পুত্রবধূ সারাহ বিবিকে হত্যার অভিযোগে পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ও রাজনীতিবিদ আয়াজ আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার তাকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে রিমান্ড আবেদন করার কথা রয়েছে।

এর আগে, শনিবার শাহনেওয়াজকে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

সারা ইসলামাবাদের চক শেহজাদ শহরতলির একটি খামারবাড়িতে বসবাস করছিলেন। সেখানেই শুক্রবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার রাতে শাহনওয়াজ ও সারার মধ্যে পারিবারিক একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। এরপরেই তাকে হত্যা করা হয়। 

অভিযোগ উঠেছে, অভিযুক্তরা তার মাথায় লোহার ডাম্বেল দিয়ে আঘাত করেছিল। পরে  শাহনওয়াজ তার লাশ বাথটাবে রেখে দেন।

পরে তদন্তের জন্য পুলিশ শাহনাওয়াজকে আটক করে শাহজাদ টাউন থানায় নিয়ে যায়।

হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছেলেকে জিজ্ঞাসাবাদের পরে আয়াজের নাম উল্লেখ করে পুলিশ।

পুলিশি সূত্রমতে, শাহনাওয়াজ আগেও দুটি বিয়ে করেছিলেন। কিন্তু তিনি তা সারাহ ইনামের কাছে প্রকাশ করেননি।

একই সঙ্গে তিনি সারাহর কাছে মাদক কেনার জন্য অর্থ দাবি করতেন। সম্প্রতি সারাহ একটি গাড়ি কিনেছেন। তা প্রতারণার মাধ্যমে নিজের নামে রেজিস্টার্ড করেছেন শাহনাওয়াজ। এতদিন সারাহর কাছ থেকে যে অর্থ নিয়েছেন শাহনাওয়াজ তা এবং গাড়ি ফেরত চান তিনি। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি। এর ফলেই সন্দেহভাজনরা সারাহকে হত্যা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh