দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৬০ টন ইলিশ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ৬০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছে বাংলাদেশ। 

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শীর্ষ ইলিশ রপ্তানিকারক ও মহিমা এন্টারপ্রাইজের মালিক নীরব হোসেন টুটুল। 

বরিশাল নগরীর পোর্ট রোডে অবস্থিত চারটি অনুমোদিত রপ্তানি প্রতিষ্ঠান শনিবার রাত ১০টা পর্যন্ত ইলিশের এসব বড় চালান রপ্তানি করেছে বাংলাদেশ। 

এর আগে তিনটি চালানে ৫২ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। 

বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh