ভোট জালিয়াতির দায়ে সু চির তিন বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:২১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:২২ এএম

অং সান সু চি। ছবি: রয়টার্স

অং সান সু চি। ছবি: রয়টার্স

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত।

মামলার কার্যক্রম সম্পর্কে ‘ওয়াকিবহাল’ একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এই শাস্তির রায় দেওয়া হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সু চিকে আটক রেখেছে মিয়ানমারের সামরিক সরকার। দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি 'অপরাধের' জন্য ইতোমধ্যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh