ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইউক্রেনে ঝাপোরিঝঝিয়া শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো কয়েক ডজন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঝাপোরিঝঝিয়া আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার স্তারুক এক বিবৃতিতে এই খবরের ঘোষণা দেন। তিনি জানান, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।  রাশিয়া অধিকৃত ভূখণ্ডের দিকে যখন একটি ‘বেসামরিক কনভয়’ যাচ্ছিলো তখনই রুশ বাহিনী এই হামলা চালিয়েছে।

হামলার ছবিও পোস্ট করেছেন এই গভর্নর। ছবিতে পুড়ে যাওয়া গাড়ি ও রাস্তায় পড়ে থাকা দেহ দেখা গেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

টেলিগ্রাম পোস্টে ওলেকসান্দার লিখেছেন, এখন পর্যন্ত আমরা ২৩ জন নিহত ও ২৮ জন আহতের খবর জানি। হতাহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানান তিনি। 

ওলেকসান্দার আরো বলেছেন, ওইসব কনভয়ে করে ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয়দের আত্মীয়দের নিরাপদে আনার পরিকল্পনা ছিল। এদিকে আজকেই ইউক্রেনের চার অঞ্চল দখল নেওয়ার ঘোষণা দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh