তৃতীয় দফায় করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০১:১৭ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২২, ০১:১৮ পিএম

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ছবি: ফাইল।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ছবি: ফাইল।

তৃতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) নমুনা পরীক্ষা করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।

ডিএনসিসি মেয়র তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

এর আগে, মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সপরিবারে ভাইরাসটিতে আক্রান্ত হন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh