গাইবান্ধায় পূজা মন্ডপের রাস্তায় ছিনতাইয়ের মূল আসামি আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০৭:৪৭ পিএম

আটক সিজু মিয়া।

আটক সিজু মিয়া।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূজা মন্ডপের রাস্তায় আলোচিত ছিনতাইয়ের ঘটনার মূল আসামি সিজু মিয়াকে আটক করেছে পুলিশ।  

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম ও এসআই জসীম উদ্দিনের নেতৃত্বে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক আসামি সিজু মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বকসীচর গ্রামের সোলেমান মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চলমান শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন বরিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে মধ্যপাড়ার বাসিন্দা রাতুল রাজভর স্ত্রী-সন্তান নিয়ে গাড়িতে করে পূজা মন্ডপে যাচ্ছিল। এসময় সিজু মিয়াসহ তার সঙ্গীরা পৌর শহরের অনুউল্লা সুপার মার্কেট সংলগ্ন এলাকায় রাতুল ও তার স্ত্রীর আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে তাদের মারধর করে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এঘটনায় ওই দিন রাতেই কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পক্ষ থেকে প্রায় ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়।

পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় সোমবার (৩ অক্টোবর) গোবিন্দ কুমার রাজভর ওরফে মোনা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন সিজু মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh