সাজেকে পাহাড় ধসে যানচলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০১:১৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ০২:৪৫ পিএম

মূল সড়ক মেরামতের কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

মূল সড়ক মেরামতের কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অতিবৃষ্টিতে পাহাড় ধসে যানচলাচল বন্ধ রয়েছে। 

গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে অতিবৃষ্টি শুরু হয়। যার কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। এ কারণে আজ বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। 

তিনি জানান, কাল রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধ্বসে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেখানে কোনো বসতী না থাকায় ঠিক কখন পাহাড় ধ্বসে পড়েছে তা জানাযায়নি।

তিনি আরো জানান, সকালে সড়কটিতে যানচলাচল শুরু হলে তখন জানাযায় পাহাড় ধ্বসের বিষয়টি। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। যানচলাচল শুরু করতে দুই-তিন ঘন্টা সময় লাগবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh