আমার দেশ ত্যাগের প্রশ্নই আসে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০১:৩৯ পিএম

মুনতাসীর মামুন ও গয়েশ্বর চন্দ্র রায়।

মুনতাসীর মামুন ও গয়েশ্বর চন্দ্র রায়।

ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক মুনতাসীর মামুন বক্তব্যের কড়া জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমার দেশ ত্যাগের প্রশ্নই আসে না। এই দেশে জন্মেছি, এদেশেই মরবো। এদেশে লড়াই করবো, নিজের অধিকার প্রতিষ্ঠা করবো।

গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুনতাসীর মামুন বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের অনেককে দেশ ত্যাগ করতে হবে। সংখ্যালঘুদের দেশ ত্যাগ করতে হবে, এমনকি গয়েশ্বর রায়কেও দেশ ত্যাগ করতে হবে। যারা আমরা আওয়ামী লীগের সমর্থন করি তাদের অস্তিত্ব বলে কিছু থাকবে না।

তার এই বক্তব্যের জবাবেই গয়েশ্বর রায় ওই মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, তার মন চেয়েছে তাই বলেছেন, তিনি ভেবেছেন আমার মতো গুরুত্বপূর্ণ লোক এদেশে থাকতে পারবে না। কিন্তু তিনি জানেন না, আওয়ামী লীগের কারণে এদেশে কত লোক দেশ ত্যাগ করেছে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর লুটপাট, মন্দির লুটপাট, জায়গা-জমি দখল তার শতকরা ৮০ ভাগই আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh