কুমিল্লায় গাঁজা ও বিদেশি মদসহ দুই যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৪:৫৮ পিএম

আটক দুই মাদক ব্যবসায়ী জুয়েল হোসেন ও আল আমিন মিজি। ছবি : প্রতিনিধি

আটক দুই মাদক ব্যবসায়ী জুয়েল হোসেন ও আল আমিন মিজি। ছবি : প্রতিনিধি

কুমিল্লার লাকসামে ২০ কেজি গাঁজা, ৩৪ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১১। 

মঙ্গলবার (৪ অক্টোবর) লাকসাম থানার বিজরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার (৫ অক্টোবর) তাদের বিরুদ্ধে লাকসাম থানায় মাদক মামলা দায়ের করে র‍্যাব।

র‍্যাব ১১ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদেরভিত্তিতে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে বিজরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের নিকট ২০ কেজি গাঁজাসহ ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

আটক দুই যুবকের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন ছয়ছিলা গ্রামে। এর মধ্যে জুয়েল হোসেন (২৪) আবুল কাশেম মিজির ছেলে। অন্যজন তার প্রতিবেশী মনির মিজির ছেলে আল আমিন মিজি (২৫)।  তারা পিকআপভ্যানে কুমিল্লা ও চাঁদপুর জেলায় বিদেশি মদ সরবরাহ করে আসছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh