চুয়াডাঙ্গায় রিক্সাভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৭:৫০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে ব্যাটারিচালিত অবৈধ রিক্সাভ্যানের চাকা ভেঙে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মায়ের সঙ্গে রিক্সাভ্যানে চেপে নানা বাড়ি যাওয়ার পথে বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর-তেতুঁলিয়া রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় শিশুটির মা শান্তা খাতুনও আহত হলে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, শিশু আব্দুর রহমানের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শান্তা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আট মাস বয়সী শিশু আব্দুর রহমান জীবননগর পৌর এলাকার শাপলাকলি স্কুলপাড়ার রুবেল হোসেনের ছেলে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, এদিন সকালে আব্দুর রহমানকে নিয়ে ব্যাটারিচালিত রিক্সাভ্যানে চেপে তার মা শান্তা খাতুন নানা বাড়ি তেঁতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। হাসেম মিয়ার চালকলের সামনে পৌঁছুলে ভ্যানটির চাকা ভেঙে যায়। এসময় শিশু আব্দুর রহমান ও তার মা রাস্তার ওপর ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মা-ছেলেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh