আফগানিস্তানে পাকিস্তানি রুপি ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৮:৫০ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ০৮:৫২ পিএম

ছিবি- সংগৃহীত

ছিবি- সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার।গত ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা খামা প্রেস। 

তালেবান গোয়েন্দা সংস্থা থেকেই ঘোষণা এসেছে। তালেবান অ্যান্টি মানি লন্ডারিং শাখা থেকে প্রস্তাবনা দেওয়া হয় যে যেকোনও আর্থিক লেন-দেন, বিনিয়োগ ও মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে পাকিস্তানি রুপি ব্যবহার যেন নিষিদ্ধ করা হয়। 

খামা প্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুদ্রা বিনিময়কারীরারা ৫ লাখ রুপির বেশি বিনিময় করতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। 

প্রতিবেদনে আরো বলা হয়,আফগানিস্তানে অনেক সাধারণ নাগরিক ও ব্যবসায়ী প্রাত্যাহিক কেনাকাটায় পাকিস্তানি রুপি ব্যবহার করেন।  

চলতি বছর আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয় পাকিস্তানের। সীমান্তে বাড়তে থাকে সহিংসতা। 

সম্প্রতি তালেবান অভিযোগ করেছে, পাকিস্তান মার্কিন প্রশাসনকে তাদের আকাশসীমায় ড্রোন ব্যবহারের অনুমতি দিয়ে আফগানিস্তাকে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ সহজ করেছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh