টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৮:২৫ এএম

টিসিবির পণ্য বিক্রির সময় তোলা ছবি। ফাইল ছবি

টিসিবির পণ্য বিক্রির সময় তোলা ছবি। ফাইল ছবি

আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মাসিক কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করছে টিসিবি। এ দফায় দেশের এক কোটি কার্ডধারী পরিবার চলতি অক্টোবর মাসের জন্য টিসিবির পণ্য কিনতে পারবে।

গতকাল রবিবার (১৬ অক্টোবর) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ডধারী পরিবারের একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

আরো বলা হয়েছে, এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় বিক্রি করবে টিসিবি। টিসিবি বলছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য ৩১ অক্টোবর পর্যন্ত বিক্রি করা হবে।

সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এই সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন কার্ডধারী পরিবারের সদস্যরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh