বিশ্বকাপ শুরুর আগে ফের শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৪:২৪ পিএম

সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন সাকিব আল হাসান। আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে এই সিংহাসন পুনরুদ্ধার করলেন টাইগার অধিনায়ক। 

নিউজিল্যান্ডের মাটিতে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দল ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ১৫৪ রান করে সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। ২০ পয়েন্ট কম নিয়ে তার পরেই আছেন নবি। তিন নম্বরে থাকা মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিশ্বকপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনেই। স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সপ্তম।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh