ব্রিটিশ হাই কমিশনারের সাথে জিএম কাদেরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ১০:২৪ পিএম

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। এসময় তার সাথে ছিলেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ও চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা। 

আজ বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান। এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও ব্রিটিশ হাই কমিশনার বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসনের সাথে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টম বার্গী ও হাই কমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh