কখন কোথায় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৮:৫৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জ্বালানি সাশ্রয়ে ও বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে শিডিউল করে সারাদেশে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে এ কার্যক্রম। চলবে রাত ১২টা পর্যন্ত।

সেই সূচি অনুযায়ী, আজ ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে এ তালিকা দেখা যাবে।

এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন এলাকার লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)।

ডেসকো, ডিপিডিসি ওজোপাডিকো আওতাভুক্ত এলাকার লোডশেডিং শিডিউল দেখতে ক্লিক করুন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh