বিশ্বকাপে আলো ছড়াতে পারেন যারা

মোয়াজ্জেম হোসেন রাসেল

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০১:২৮ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২২, ০১:৩৪ পিএম

পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি: সংগৃহীত

পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি: সংগৃহীত

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দলের ব্যবধান অনেকটাই কমে যায়। নিজেদের দিনে জিততে পারে যে কোনো দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই রাউন্ডের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে নামিবিয়া সেটা প্রমাণ করে দিয়েছে। বিশ্বকাপে বড় তারকারা নিষ্প্রভ হয়ে যেতে পারেন, আলো ছড়াতে পারেন ছোট তারারা। এবারের আসরে নিজেদের সর্বস্ব ঢেলে বিশেষ আলো ছড়াতে পারেন কোন কোন খেলোয়াড়, এই প্রতিবেদনের বিষয় সেটাই। 

এই বিষয়ে প্রথমেই আসে বিরাট কোহলির নাম। ভারতের সাবেক অধিনায়ক এবার খেলবেন ফ্রি খেলোয়াড় হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি আসরে সেরা খেলোয়াড় হয়েছিলেন। ২০১৪ আসরে ৬ ম্যাচে ৩১৯ রান এবং ২০১৬ আসরে ৫ ম্যাচে করেছিলেন ২৭৩ রান। এবার যদিও পিক ফর্মে নেই, তবে যে কোনো মুহূর্তে জ্বলে ওঠার সামর্থ্য- যোগ্যতা কোহলির আছে।

বর্তমানে টি- টোয়েন্টিতে আরেক সেরা তারকা বাবর আজম। গত আসরে ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছিলেন পাকিস্তান অধিনায়ক। এবার দলের সবচেয়ে বড় ভরসাও তিনি। পাকিস্তান দলের আরেক তারকা মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটকিপার- ব্যাটসম্যান গত মাসের আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই দলের পেসার শাহিন শাহ আফ্রিদির দিকে বিশেষ নজর থাকবে।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের নামটিও স্মরণ রাখতে হবে। গত আসরে ৭ ম্যাচে ২৮৯ রান করে সেরা খেলোয়াড় হয়েছিলেন। দলে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও অধিনায়ক জশ হ্যাজেলউডও বাজির ঘোরা হতে পারেন। ইংলান্ড দলটা রয়েছে ভালো ফর্মে। দলটির অধিনায়ক ও উইকেটরক্ষক- ব্যাটসম্যান যশ বাটলার গত আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ১০১ রান করেছিলেন। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসও নিজেকে মেলে ধরতে চাইবেন। এ ছাড়া মইন আলি, আদিল রশিদরা তো রয়েছেনই।

ছোট দলের বড় তারকার নাম সাকিব আল হাসান। ৪১ উইকেট নিয়ে টি- টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা না থাকায় এবার সাকিবই বাংলাদেশের ভরসার স্থান। ছোট দলের আরেক বড় তারকা রশিদ খান। আফেগানিস্তানের সাফল্যের নায়ক তৈরি দেশকে উজ্জল আলোয় আলোকিত করা। এশিয়া চ্যাম্পিয়ন হলেও শ্রীলঙ্কা বাছাইপর্বের প্রথম ম্যাচে হেরে চলে গেছে ব্যাকফুটে। নামিবিয়ার কাছে হারটা তাদের পরবর্র্তী রাউন্ডে যাওয়ার পথে কাঁটা হতে পারে।

তবে দলটিতে রয়েছে ইয়াসিন্দু হাসারাঙ্গার মতো ক্রিকেটার। এ ছাড়া দাসুন শানাকা, কুশল মেন্ডিসরাও নিশ্চয় চাইবেন জ্বলে উঠতে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের পাশাপাশি ফিল অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল রয়েছেন। আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান ও মুজিব উর রহমানরা অপেক্ষায় রয়েছেন জ্বলে ওঠার। কোহলি ছাড়া ভারতের রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকৃমার যাদব, ভুবনেশ্বর কুমাররা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। 

এ ছাড়া অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, বাংলাদেশের লিটন কুমার দাস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, আয়ারল্যান্ডের পল স্টার্লিং বিশেষ নজর কাড়তে পারেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh