গভীর রাতে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০২:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) গভীর রাতে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি নামক সীমান্তে এ ঘটনা ঘটে। 

আহত দুই বাংলাদেশির নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ। 

সীমান্তের বাসিন্দারা জানায়, ওই সীমান্তের ৯৮৮ নম্বর সীমান্ত পিলারের ১ নম্বর সাব পিলার দিয়ে গভীর রাতে কয়েকজন চোরাকারবারি চোরাচালানের চেষ্টা করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই গুলিতে পার্শ্ববর্তী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ঘটনাটি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh