গ্রাহক হারালেও আয় বেড়েছে জিপির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৪:১০ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২২, ০৭:৪৯ এএম

গ্রামীণফোনের লোগো।

গ্রামীণফোনের লোগো।

সেবার মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক সিম বিক্রিতে নিষেধাজ্ঞায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২৯ লাখ গ্রাহক হারিয়েছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৮ কোটি ১৮ লাখ প্রায়। যার মধ্যে ৪ কোটি ৫৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। বছরের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি ১১ হাজার ২৮৬.৭৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৭ শতাংশ বেশি।

সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, তৃতীয় প্রান্তিকে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে ৩.৪ শতাংশ। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আমরা বিটিআরসির সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি। তাছাড়া সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ নিষেধাজ্ঞার আংশিক প্রত্যাহার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই- সেপ্টেম্বর প্রান্তিকে এ কোম্পানির শেয়ার প্রতি আয় আগের বছরের ৬ টাকা ৩৪ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৭২ পয়সা হয়েছে। গ্রামীণ ফোনের হাতে নতুন তরঙ্গ যোগ হওয়ায় ও নেটওয়ার্ক বিস্তৃতি বাড়ায় এই সময়ে গ্রাহক প্রতি ডেটা ব্যবহার ৫২ শতাংশ বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh