ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৪০৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৭:১৯ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: ফাইল

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: ফাইল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরো ৪০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৭ জনে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছর ১১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে আরো বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৫ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৫ হাজার ৭৯০ জন রোগী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh