অবতরণের সময় চাকা ফাটলো ইউএস-বাংলা’র ফ্লাইটের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৯:২২ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২২, ০৯:২৩ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজের তিনটি চাকা ফেটে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এসময় ফ্লাইটটিতে ১১০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ২৬ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় দুটি অভ্যন্তরীণ ফ্লাইটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি রানওয়ে থেকে সরানো হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, থাইল্যান্ড থেকে আসা ইউএসবাংলার একটি ফ্লাইট অবতরণের সময় টায়ার ফেটে যায়। পরে এক ঘণ্টার মধ্যেই বিমানটি রানওয়ে থেকে সরানো হয়।

তিনি বলেন, এই দুর্ঘটনায় কোনো আন্তর্জাতিক ফ্লাইটের সিডিউলে সমস্যা হয়নি, তবে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে পাঠানো করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh