সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র ‘পথের পাঁচালী’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১০:৪০ এএম

‘পথের পাঁচালী’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘পথের পাঁচালী’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’। যেটা মুক্তি পায় ১৯৫৫ সালে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) জরিপ অনুসারে ভারতের সর্বকালের সেরা সিনেমা এই ‘পথের পাঁচালী’।

‘পথের পাঁচালী’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশেষ এই তালিকা প্রকাশ করেছে ফিপরেস্কি-ইন্ডিয়া বিভাগ। তালিকাটিতে দশটি চলচ্চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে পাঁচটি হিন্দি, তিনটি বাংলা, একটি মালায়লাম ও একটি কন্নড় ভাষার সিনেমা।

‘পথের পাঁচালী’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ফিপরেস্কির এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋত্বিক ঘটক নির্মিত বাংলা সিনেমা ‘মেঘে ঢাকা তারা’। এরপর যথাক্রমে রয়েছে- মৃণাল সেন নির্মিত ‘ভুবন শোম’ (১৯৬৯), আদুর গোপালকৃষ্ণানের ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরিশ কাসারাভাল্লি পরিচালিত ‘ঘটশ্রদ্ধা’ (১৯৭৭), এমএস সাথ্যু নির্মিত ‘গরম হাওয়া’ (১৯৭৩), সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ (১৯৬৪), শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), গুরু দত্তের ‘পিয়াসা’ (১৯৫৭) ও রমেশ সিপ্পি নির্মিত ‘শোলে’ (১৯৭৫)। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh