গাছ পড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:০৩ এএম

সড়কে গাছ ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছবি: স্টার মেইল

সড়কে গাছ ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছবি: স্টার মেইল

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার মস্তফাপুর-রাজৈর সড়কের একাধিক স্থানে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে বলে খবর পাওয়া গেছে। সোমবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় মহাসড়কের মস্তফাপুর পার হয়ে রাজৈর এর কাছাকাছি স্থানে একাধিক গাছ পড়ে সড়ক আটকে আছে। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে অসংখ্য গাড়ি আটক রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বিকেল থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে মাদারীপুরে। সন্ধ্যার দিকে বাতাসের বেগ আরও বেড়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে প্রবল বাতাসে সন্ধ্যার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার মস্তফাপুর থেকে রাজৈর টেকেরহাট পর্যন্ত সড়কের একাধিক স্থানে গাছ ভেঙে সড়কের উপর পড়েছে। ফলে মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকে আছে। এদিকে মস্তফাপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছে বলে জানা গেছে।


মহাসড়কে আটকে থাকা ঢাকাগামী একাধিক যাত্রী মুঠোফোনে জানান,'রাস্তার উপর গাছ পরে যানবাহন চলাচল বন্ধ আছে। এক ঘণ্টা ধরে গাড়িতে অপেক্ষা করছি আমরা। এদিকে প্রচুর বাতাস ও বৃষ্টি হচ্ছে। সড়কের বিভিন্নস্থানে আরও গাছ পড়ার খবর পাচ্ছি।'

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. গোলাম রসুল বলেন,'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। মহাসড়কের একাধিক স্থানে গাছ পড়েছে। দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। তবে প্রচুর বৃষ্টি ও বাতাস কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।'

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh