ঢাকা থেকে সব রুটে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৯:৩২ এএম

যান চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

যান চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মহাসড়কে গাছ পড়ে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল। রাস্তা থেকে গাছ সরিয়ে নেওয়ায় ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

দেশের বিভিন্ন অঞ্চলের হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সম্মিলিতভাবে রাস্তার গাছ সরিয়ে নিয়েছে। এতে স্বাভাবিক হচ্ছে ঢাকা থেকে বিভিন্ন রুটে যান চলাচল।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি তৈমুর আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন জায়গায় পড়ে থাকা গাছ অপসারণ করা হয়েছে। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঢাকা-বরিশাল মহাসড়কের গাছ অপসারণ করেছে। মধ্যরাত থেকেই সীমিত পরিসরে যান চলাচল করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে সোনারগাঁওয়ের দাড়িয়াকান্দিতে দুটি গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়। কুমিল্লার দাউদকান্দিতে একই ঘটনা ঘটেছে। আমরা গাছ সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh