ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৭৫০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৫:১০ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: ফাইল

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: ফাইল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আক্রান্ত হয়ে আরো ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭১৬ জনে।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ১৯২ জন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৮ হাজার ৬৫০ জন।

অন্যদিকে চলতি বছর ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh