পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৭:৩৮ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ০৭:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পৌর সদরে এ দুর্ঘটনা ঘটে। 

নাজমুল মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভাঙ্গুড়া বাজারের মেসার্স ফাতেমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, নাজমুল সদরে বেইলি ব্রিজের সাথে সরদার আবুল কালাম আজাদের বিল্ডিংয়ে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা স্বীকার করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh