দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনজীবন

পরিতোষ বড়ুয়া লিমন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০৩:৩৩ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্বিসহ হয়ে পড়েছে জনজীবন। ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্বিসহ হয়ে পড়েছে জনজীবন। ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্বিসহ হয়ে পড়েছে জনজীবন। জীবনধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ধীরে ধীরে চলে যাচ্ছে ক্রয়ক্ষমতার বাইরে। ফলে জনজীবনে সৃষ্টি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি।

বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম অনেক বেশি। কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম চলে যাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে।

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি আজ আমাদের জাতীয় ও অর্থনৈতিক জীবনে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতা, মধ্যস্বত্বভোগী, মুনাফালোভী, মজুদদার, রাজনৈতিক অস্থিতিশীলতা এমনকি বাজার ব্যবস্থাপনার ওপর সরকারের নিয়ন্ত্রণহীনতায় প্রতিদিনই বেড়ে চলছে দ্রব্যের মূল্য।

দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক বৃদ্ধি উচ্চবিত্তের জীবনে প্রভাব না ফেললেও মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবন বিপর্যস্ত। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা জরুরি। বাজারব্যবস্থার ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ একটি স্থিতিশীল বাজারব্যবস্থার প্রত্যাশা সকলের। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh