প্রাথমিকে শিক্ষক নিয়োগের সময় জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৩:২৬ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

নভেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

আজ রবিবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষকদের বদলিও আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

এ সময় এক শিফট চালুর বিষয়ে তিনি বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি শিফটে আনার প্রক্রিয়া চলছে। ২০২৩ সালের জানুয়া‌রি থেকে এ নিয়ম চালু হবে। তবে, কোনো শিক্ষকের চাকরি হারানোর ভয় নেই।

গণ‌শিক্ষা স‌চিব বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়। আজ মন্ত্রণালয়ে শেষ অফিস করেন তিনি। সোমবার (৩১ অক্টোবর) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh