ওবায়দুল কাদেরের সাথে বিজেপি নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৫:১১ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২২, ০৫:১৩ পিএম

বিজেপি নেতা রাম মাধব (বাঁয়ে) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত।

বিজেপি নেতা রাম মাধব (বাঁয়ে) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব। আজ রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎ শেষে রাম মাধব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের কল্যাণে কাজ করছেন।

এ সময়ে রাম মাধব ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের একজন ভালো বন্ধু।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh