হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির সমাবেশে, তদন্ত কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৫:৩৩ পিএম

অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের যোগ দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুরে এ বিষয়ে তিন সদস্যের কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুব হোসেন।

তিনি জানান ডা. গোলাম মোস্তফাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। একই সাথে তিন কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন দাখিল করার নির্দেশেও দেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২৯ অক্টোবর শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে গাইবান্ধা জেলা শাখার ছাত্রদলের নেতাকর্মীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালের একটি সরকারী অ্যাম্বুলেন্স নিয়ে যায়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে দায়িত্বে থাকা অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমানসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh