আইসিসির কাছে যে বিষয়ে অভিযোগ করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১১:৫৭ এএম

গতকাল বৃষ্টির পর ভারতের বিপক্ষে খেলা শুরু আগে সাকিব আল হাসান আম্পায়ারদের সাথে কথা বলছেন। ছবি: আইসিসি

গতকাল বৃষ্টির পর ভারতের বিপক্ষে খেলা শুরু আগে সাকিব আল হাসান আম্পায়ারদের সাথে কথা বলছেন। ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি আসরের মূলপর্বে গতকাল বুধবার (২ নভেম্বর) জিয়ের আশা জাগিয়েও একদম শেষ প্রান্তে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। এ ম্যাচ নিয়ে দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গতকালকের ম্যাচে টসে জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করে ১৮৫ রানের টার্গেট দেয় ভারত। রান তাড়া করতে নেমে টাইগারদের শুরুটা ছিলো দুর্দান্ত। সাত ওভার খেলা চলাকালে আঘাত হানে বৃষ্টি। বৃষ্টি শুরুর ঠিক আগের ওভারে অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে বিশ্বাস বাংলাদেশ দলের। তৎক্ষণাৎ আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে কোনো ভ্রুক্ষেপই করতে দেখা যায়নি মাঠের আম্পায়ারদের। আম্পায়াররা সচেতন হলে পেনাল্টি রান হিসেবে ৫ রান পেতো বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঠিক এই দুই ইস্যুতে ক্রিকেটের আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বিসিবি।

অভিযোগ জানানোর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেইক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ। আপনারা জানেন এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মাত্রই ভুল হয়।’

এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কি না দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।’

গতকাল অ্যাডিলেডে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh