জীবাণু অস্ত্র তদন্তে রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

জাতিসংঘের লোগো। ছবি: সংগৃহীত

জাতিসংঘের লোগো। ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল বুধবার (২ নভেম্বর) রাশিয়ার উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নাকচ করে দিয়েছে। ইউক্রেনে তথাকথিত জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ব্যাপারে মস্কোর অভিযোগের বিষয়টি তদন্তে দেশটি এ প্রস্তাব দিয়েছিল।
এমন অভিযোগের ব্যাপারে রাশিয়া গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তদন্তের অনুরোধ জানিয়েছিল। ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকেই মস্কো নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ করে আসছে।
জাতিসংঘে গতকাল বুধবার ভোটাভুটির ফলে দেখা যায়, এ প্রস্তাবের পক্ষে রাশিয়া ও চীন এবং বিপক্ষে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন ভোট দেয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী এ পাঁচ সদস্য দেশের যেকোনো প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য দেশের সকলেই ভোটদানে বিরত থাকে।
সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh