৬১ বছরে ৮৮তম বিয়ে, নববধূ সাবেক স্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৫:৩০ পিএম

প্রতীকী। ছবি- পিক্সাবে

প্রতীকী। ছবি- পিক্সাবে

৬১ বছর বয়সে ৮৮তম বারের মতো বিয়ে করেছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। দেশটির পশ্চিম জাভার মাজালেংকা এলাকার কান নামে পরিচিত ওই ব্যক্তি এবার বিয়ে করতে যাচ্ছেন নিজের সাবেক স্ত্রীকেই।

ট্রিবিউন নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়, এতবার বিয়ে করার কারণে ওই বৃদ্ধকে ‘‘প্লেবয় কিং’’ ডাকনাম দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমকে ওই ব্যক্তি বলেছেন, মূলত নিজের স্ত্রী ফিরতে চাওয়ায় তিনি অমত করতে পারেননি বলেই বিয়েতে রাজি হয়েছেন।’’

তিনি বলেন, ‘‘যদিও আমাদের বিচ্ছেদের অনেক দিন হয়ে গেছে, তবুও আমাদের মধ্যে ভালোবাসা এখনও দৃঢ়।’’

সাবেক স্ত্রীর সঙ্গে প্রেমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘তিনি যখন প্রথম বিয়ে করেছিলেন যখন তার বয়স ছিল ১৪ বছর। সেই স্ত্রী ছিল তার থেকে দুই বছরের বড়। তাদের সেই বিয়েটি এক মাস স্থায়ী হয়েছিল।’’

কান বলেন, ‘‘দুর্বল মনোভাবের কারণে বিয়ের দুই বছর পর আমার স্ত্রী বিচ্ছেদ চেয়েছিল।’’

এতবার বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘‘আমি এমন কাজ করতে চাই না যা নারীদের জন্য ভালো নয়। আমি তাদের আবেগ নিয়ে খেলতেও রাজি নই।’’

তিনি আরও বলেন, ‘‘অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো।’’

কানের ৮৭টি বিয়ে থেকে কত সন্তান রয়েছে তার কোনো তথ্য জানানো যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh