গুলিবিদ্ধ ইমরান: এক হামলাকারী নিহত, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ০৯:৫২ পিএম

গ্রেপ্তার ইমরান খানের হামলাকারী। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার ইমরান খানের হামলাকারী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরেকজনকে। ইমরান খানের সহযোগী রউফ হাসান ও দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল–জাজিরার

পাকিস্তানের ওয়াজিরাবাদ পুলিশ আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করে জানায়, ঘটনাস্থল থেকে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। গুলিবর্ষণে একাধিক লোক আহত হয়েছে। তবে এখনও পর্যন্ত আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্থানীয় মিডিয়া ফুটেজ দেখিয়েছে, ইবতিসাম নামে এক যুবক ওই হামলাকারীর বন্দুক উঁচিয়ে তোলার আগে থামানোর চেষ্টা করেছিল। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘তিনি খানকে বহনকারী কন্টেইনারের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় তিনি একজন ব্যক্তিকে বন্দুক তাক করতে দেখে আঁতকে ওঠেন।’

‘তিনি ম্যাগজিনটি লোড করেছিলেন এবং গুলি করার প্রস্তুতি নিচ্ছিলেন’ উল্লেখ করে ইবতিসাম বলেন, ‘আমি তাকে টেনে ধরেছিলাম, এজন্য সে লক্ষ্যভ্রষ্ট হয়। সে তখন পালানোর চেষ্টা করেছিল, কিন্তু লোকেরা তার পিছু নেয় এবং আমরা তাঁকে থামাতে ধরতে সক্ষম হয়।’

গ্রেপ্তারের পর পাকিস্তান পুলিশের কাছে দেওয়া এক ভিডিও বিবৃতিতে হামলাকারী বলেছেন, তাকে লোকজন ভুল বুঝিয়েছিল। যে কারণে তিনি ইমরান খানকে হত্যার চেষ্টা করেছেন।

গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভী। এক টুইটে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এ ঘটনাকে তিনি ‘ঘৃণ্য হত্যাচেষ্টা’ বলে অবহিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh