বিচার বিভাগ ডিজিটালাইজেশনে ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্প গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১১:২৭ পিএম

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি: ফাইল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি: ফাইল

বিচার বিভাগকে ডিজিটালাইজেশন করতে ২ হাজার ২২৬ কোটি টাকার ‘ই-জুডিশিয়ারি’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংসদ অধিবেশনে বিএনপি দলীয় সদস্য মো. মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগকে ডিজিটাইজেশন করতে ২ হাজার ২২৬ কোটি টাকার ‘ই-জুডিশিয়ারি’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শিগগিরই একনেক বৈঠকে উত্থাপন করা হবে।

মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিচার বিভাগ ডিজিটাইজেশন প্রক্রিয়া তরান্বিত হবে। এতে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে।

তিনি জানান, ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি আদালতকে ই-কোর্ট রুমে পরিণত করা হবে। আটক দুর্ধর্ষ আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে।

এছাড়া প্রতিটি আদালত ও বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত  থানা, হাসপাতাল, কারাগারসহ সকলকে সেন্ট্রাল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। এতে বিচারপ্রার্থী জনগণের সময় ও অর্থের সাশ্রয় হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh