পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৩১ পিএম

ব্রোকারেজ হাউসে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। ছবি: সংগৃহীত

ব্রোকারেজ হাউসে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। ছবি: সংগৃহীত

সরকার ঘোষিত নতুন অফিস সময়ের সাথে সঙ্গতি রেখে শেয়ার বাজারে লেনদেনের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত। 

আজ মঙ্গলবার (৮ নভেম্বর)  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিএসসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন সময়সূচি।

তিনি আরো জানান, লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চলবে বিকাল ৩টা পর্যন্ত। আর লেনদেন শুরুর আগে প্রি-ওপেনিং সেশন হবে ৫ মিনিট; ১০টা ২৫ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh