এক দিনের রিমান্ডে বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৩:২৫ পিএম

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আদালতে নেওয়ার সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আদালতে নেওয়ার সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় পুলিশের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সাবেক এই এসপিকে নির্দেশ দেয়া হয়েছে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদের।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দিয়েছেন।

এর আগে, আজ বৃহস্পতিবার বাবুল আক্তারকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 

এদিন সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে বাবুল আক্তারকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। 

মামলার অন্য দুই আসামি হলেন, বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু (৪৫) ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া (৭২)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh