রসিক নির্বাচন: ৩৬ ঘণ্টার মধ্যে ব্যানার ফেস্টুন না সরালে ব্যবস্থা

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৪:০৮ পিএম

বক্তব্য রাখছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। ছবি: রংপুর প্রতিনিধি

বক্তব্য রাখছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। ছবি: রংপুর প্রতিনিধি

আগামী ৩৬ ঘন্টার মধ্যে প্রার্থীদের সকল প্রকার ব্যানার ফেস্টুন বিলবোর্ড সরানো না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রংপুর জেলা নির্বাচন কার্যালয়ে সিটি কর্পোরেশনের ভোট নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, প্রার্থী বা ব্যক্তি যে কেউ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণামূলক ব্যানার ফেস্টুন লাগিয়েছেন তাদের নিজ দ্বায়িত্বেই তা সরাতে হবে। কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। শুধু উঠান বৈঠক করতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ভোট সুষ্ঠু করতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো, প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসি টিভির আওতায় থাকবে। ভোটের মাঠে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বিশৃঙ্খলার কারণে যদি ভোট গ্রহণে কোনো বিঘ্নতা ঘটে তবে তার বিরুদ্ধে পরবর্তীতে কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh