খাগড়াছড়িতে লজ্জাবতী বানর রক্ষায় উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৯:২৯ পিএম

মহাবিপন্ন লজ্জাবতী বানর। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

মহাবিপন্ন লজ্জাবতী বানর। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহাবিপন্ন লজ্জাবতী বানর রক্ষায় উদ্যোগ নিয়েছে পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ ও পামলরিসইভি। 

এর অংশ হিসেবে আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে পিটাছড়া গণপাঠাগারে লজ্জাবতী বানর সংরক্ষণ সচেতনতা কর্মসূচি পালন করা হয়। 

বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজি জানান, গোটা পৃথিবীতে লজ্জাবতী বানর মহাবিপন্ন। আমাদের দেশেও এরা মহাবিপন্ন। এদেরকে সংরক্ষণ করা উচিত। বনের ইকো সিস্টেম রক্ষায় লজ্জাবতী বানর খুবই গুরুত্বপূর্ণ। এরা গাছের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে এবং ফুলের পরাগনায়ে সহায়তা করে। মাটিরাঙ্গায় ছোট ছোট বিক্ষিপ্ত বন আছে। এখানে লজ্জাবতী বানর পাওয়া যায়। মানুষ যাতে লজ্জাবতী বানর শিকার না করে সেজন্য সচেতনতা কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে লজ্জাবতী বানর সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। 

পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’এর প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল বলেন, বন উছাড় ও শিকারের কারণে লজ্জাবতী বানরসহ বন্যপ্রাণীর জীবন বিপন্নপ্রায়। প্রাণী রক্ষায় তৃণমূল পর্যায়ে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি পালন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষার্থী আলী আকবর রাফি, সোহানুর রহমান, দিশা বালো, সাদিয়া সুলতানা, মরিয়ম আক্তার ও রিফাত আহমেদ উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh