চিনির গান তো মিষ্টি হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১০:৩৬ এএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কবি নন, কবিরাজও। তিনি যেমনি কাজের মধ্যে আর ভাবনার মধ্যে ডুবে থাকা মানুষ, তেমনি তিনি আড্ডায় ছিলেন আবার একেবারে রসিক আড্ডাবাজ। সুযোগ পেলে তিনি আবার যে কোনো অবস্থায় মজা করতেন না তা কিন্তু নয়- রবি ঠাকুরের বিচিত্র একটি ঘটনা নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ  

শান্তিনিকেতনের অধ্যাপকদের প্রত্যেকের মতোই ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক মরিস সাহেবের সঙ্গে কবির সুসম্পর্ক ছিল। এই মরিস সাহেব একা থাকলে প্রায়ই গুনগুন করে গান করতেন। এই গান গাইতে গাইতে একদিন তিনি ছাত্র প্রমথনাথ বিশীকে বললেন- জানো, গুরুদেব (রবীন্দ্রনাথ ঠাকুর) চিনির ওপর একটি গান লিখেছেন, গানটি বড়ই মিষ্টি।’ প্রমথনাথ বিশী বিস্মিত হয়ে বললেন, ‘‘কোন গানটা? তার আগে বলুন, এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন?”

উত্তরে মরিস সাহেব জানালেন- ‘কেন, স্বয়ং গুরুদেবই তো আমাকে এটা বলে দিয়েছেন।’ অতঃপর তিনি গানটি গাইতে লাগলেন, ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধুপারে।’ প্রমথনাথ বিশী মুচকি হেসে বললেন- ‘তা গুরুদেব কিন্তু ঠিকই বলেছেন, চিনির গান তো মিষ্টি হবেই।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh