রেস্টুরেন্টে থেকে বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৫:১০ পিএম

বিএনপি। ছবি: ফাইল

বিএনপি। ছবি: ফাইল

সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপির ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর মহাখালির এসকেএস টাওয়ারের একটি রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’ করার সময় সেখানে অভিযান চালায় কাফরুল থানা পুলিশ।

আজ শনিবার (১২ নভেম্বর) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বনানী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ রয়েছেন। 

পুলিশের এই কর্মকর্তার দাবি, গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজন আগের একটি মামলার আসামি। বাকিদের নিয়ে তারা মূলত সরকারকে বেকায়দায় ফেলতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। 

পরে পুলিশের ওপর হামলা ও ককটেল বোমা উদ্ধারের অভিযোগে গত ২৩ অক্টোবর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়ে ১৭ জনকে ১০ দিন করে রিমান্ডে চাওয়া হয়েছে বলেও জানান ‍ওসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh