এবার ব্লু টিক সাবস্ক্রিপশন বন্ধ করলেন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০১:৩৬ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

টুইটার হাতে নিয়েই একের পর এক পরিবর্তন আনছেন ইলন মাস্ক। কখন কী পরিবর্তন আনেন ইলন মাস্ক।  তার জন্য ব্যবহারকারীদের উপর আসে আবার কি ধরনের নির্দেশ। এ নিয়ে আতঙ্কিত টুইটার ব্যবহারকারীরা।

এই পরিবর্তনের ফলে টুইটারের ব্যবহারকারী কমছে হু হু করে। তবে কর্মী ছাঁটাই করে আবার তাদের ফিরিয়ে এনেছেন টুইটার মালিক। এবার সেইভাবেই টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনও বন্ধ করলো ইলম মাস্ক।

যদিও এই ফিচার চালু হয়েছিল এ মাসের শুরুতেই। প্ল্যাটফর্মটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য এটি রোল আউট করে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনো এই ফিচার তাদের টুইটার ব্যবহারের ক্ষেত্রে পাননি। তবে এখন এই বৈশিষ্টটি আপাতত তুলে নেওয়া হয়েছে।

তবে টুইটার কেন তার প্ল্যাটফর্ম থেকে ‘ব্লু সাবস্ক্রিপশন’ বৈশিষ্ট্যটি সরিয়ে দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। টেক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করতেই এই পদক্ষেপ নেয় সংস্থা। টুইটার ব্লু সাবস্ক্রিপশন ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর বিশৃঙ্খলা তৈরি করেছিল। ব্যবহারকারীরা ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের জন্য ৮ ডলার দিতে রাজিও ছিলেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh