ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৯:৪৫ এএম

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আহতদের হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আহতদের হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

তুর্কিয়ের বন্দরনগরী ইস্তাম্বুলের একটি ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট। একইসাথে আহতের সংখ্যা বেড়েছে ৮১ জন পর্যন্ত। 

ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে গতকাল রবিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য,  এলাকাটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আনাগোনায় ভরপুর থাকে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। কোনো জঙ্গিগোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণটি একটি বোমা হামলা ছিল বলে ইস্তাম্বুলের বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট  রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান ওই হামলার নিন্দা জানিয়ে হতাহতের সংখ্যা তুলে ধরেন। তিনি বলেন, ইস্তাম্বুলের বিস্ফোরণে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা গেছে। তিনি এ হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh